আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন দিবস উপলক্ষ্যে নগরীতে পোস্টারিং করাসহ ভিডিও ক্লিপ এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই দিনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- বরিশাল সদর উপজেলার রায়াপুরা এলাকার বাসিন্দা আলী মোহাম্মদ হাওলাদারের ছেলে ও ছাত্রলীগ কর্মী সোহাগ হোসেন ওরফে আবির হাসান (৩৩), ভিডিও গ্রাফার নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড প্রথম পুকুর এলাকার বাসিন্দা ননী গোপাল ঘরামীর ছেলে নয়ন ঘরামী (২৮) এবং নগরীর আমানতগঞ্জ পুলিশ ফাড়ির পিছনের এলাকার বাসিন্দা বজলুর রহমান শাহীনের ছেলে মো. রেজাউল হক সুমন (৩৪)।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সাম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আবির হাসান নগরীতে পোষ্টারিং করে। নয়ন ভিডিও ক্লিপ ধারনের পর এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সুমনের প্রেস থেকে পোস্টার প্রিন্ট করিয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে আবিরকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার নগরীর কালিবাড়ি রোড থেকে নয়ন ও সুমনকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন দিবস উপলক্ষ্যে পলাতক নেতৃবৃন্দের ইন্ধনে ও অর্থায়নে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য পোস্টারিং করাসহ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায়। তাদের বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিস্ফোরক আইনে করা মামলায় আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ