টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য ও টিআইবির ন্যায়পাল ড. এ টি এম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গণমাধ্যমে প্রেরিত টিআইবির এক শোকবার্তায় বলা হয়, ড. এ টি এম শামসুল হুদা ২০১২ সালের এপ্রিল থেকে দুই মেয়াদে (৬ বছর) টিআইবির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও নভেম্বর ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ড. এ টি এম শামসুল হুদা একজন সক্রিয় বোর্ড সদস্য ও ন্যায়পাল হিসেবে অমূল্য অবদান রেখেছেন। বিশেষ করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, তথা টিআইবির সার্বিক কার্যক্রমে তার সুচিন্তিত মতামত ও নীতি-পরামর্শ, নির্দেশনা ও সহায়তা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছে। শামসুল হুদার এই অবদানের জন্য টিআইবি তার প্রতি ঋণী। একজন কর্মনিষ্ঠ ও বরেণ্য দেশপ্রেমিক হিসেবে তিনি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
শোকবার্তায় আরও বলা হয়, টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক); ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস); অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে আমরা ড. এ টি এম শামসুল হুদার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এমআই