বেশি দামে ওষুধ বিক্রয়, অবৈধভাবে সড়কের ওপরে অস্থায়ী ফার্মেসি স্থাপনসহ নানা অপরাধে রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতাল সংলগ্ন এলাকায় চারটি ওষুধের দোকানকে আর্থিক জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত র্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়। সংঘবদ্ধ দালাল চক্র নিউরোসাইয়েন্স হাসপাতালের সামনে রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ওষুধের দোকানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। তারা অসুস্থ রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণাও করে আসছিল।
তিনি আরও জানান, অভিযান চলাকালে এক সেবাগ্রহীতা অভিযোগ করলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান চারটি ফার্মেসিকে বেশি দামে ওষুধ বিক্রয় ও অবৈধভাবে দোকান স্থাপনের দায়ে প্রতিটি দোকানের মালিককে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে জনশৃঙ্খলা রক্ষা ও সেবা নির্বিঘ্ন রাখতে দোকানগুলোকে মূল সড়ক থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতেও এমন অবৈধ কার্যক্রম দমন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-২ এর কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম