ঢাকা ওয়াসার অর্থ বছরের সমাপ্তি পরবর্তী আর্থিক বিবরণী প্রণয়ন ও হিসেব নিরীক্ষার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা ওয়াসার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান এই কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
তিনি জানান, এই কমিটি ঢাকা ওয়াসার আয়-ব্যয়, মূসক- আয়কর, স্থায়ী ও চলতি সম্পদ, মালিকানা স্বত্ব, দীর্ঘ এবং চলতি মেয়াদি দায় সংক্রান্ত লেজারভিত্তিক শিডিউল তৈরি করবে। পাশাপাশি সার্বিক আর্থিক বিবরণী তৈরি করতে হবে।
এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালককে (অর্থ)। পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে। এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন ঢাকা ওয়াসার উপ-হিসাবরক্ষণ কর্মকর্তা এবং অর্থ কর্মকর্তা বা সমপর্যায়ের কর্মকর্তা।
বিডি প্রতিদিন/জুনাইদ