ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করার সিদ্ধান্ত স্থগিত করেছে জেলা প্রশাসন। ফলে যাত্রীরা পূর্বের মতো ৫০ টাকাতেই যাতায়াত করতে পারবেন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, অনিবার্য কারণে গত ২০ আগস্ট নেয়া ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে বন্ধন পরিবহন, উৎসব পরিবহন—সব কোম্পানির ভাড়া আগের মতো বহাল থাকবে।
গত ২০ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় ভাড়া ৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেখানে পরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুললেও পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্তটি স্থগিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের ৭ দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বহাল থাকবে। তবে জনস্বার্থে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত কার্যকর হবে না বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/আশিক