জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মোংলায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মৎস্যজীবী ও বিএনপি নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার ও নদীকর্মী মেহেদী হাসান।
সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীর স্বাস্থ্য ভালো রাখতে হলে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদীর পানিকে সাঁতার, মাছের বসবাস ও পান করার উপযোগী রাখতে হবে। সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতায় ১ম হয় সমর সরদার, ২য় নূরনবী ব্যাপারী ও ৩য় স্থান অর্জন করেন পিটার নাথ। এ সাঁতার প্রতিযোগিতায় ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী জেলেরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ