ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপিপ্রার্থী উমামা ফাতেমা বলেছেন, আমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। এই ক্যাম্পাস কোনো সাদা-নীল-গোলাপি দলের হবে না, কেবল শিক্ষার্থীদের ক্যাম্পাস হবে। শিক্ষার্থীরাই ক্যাম্পাসের গতিপথ নির্ধারণ করবে। আজকে কোনো রাজনৈতিক দল গেস্টরুম গণরুম চালু করছে না, হল দখল করছে না কিন্তু ভবিষ্যতে সে চেষ্টা হবে না যে তার গ্যারান্টি কী! বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ও রাজনৈতিক সংস্কার তা আমরা আমাদের প্যানেলের মাধ্যমে নিয়ে আসব। গতকাল বিকালে প্যানেল ঘোষণা শেষে ডাকসু ভাবনা নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এ মুখপাত্র বলেন, ৭-৮ বছর ক্যাম্পাসে অতিবাহিত করেছি। যখন প্রথম ক্যাম্পাসে পা রাখি তখন প্রথম বর্ষেই একটি ডাকসু পাই। ২০১৯ সালে ডাকসু নির্বাচনের সময় আমি কবি সুফিয়া কামাল হলে নির্বাচন করেছিলাম। তবে জিততে না পারলেও অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। গণরুম গেস্টরুমের বিরুদ্ধে ২০১৯ সালে ‘বৈধ সিট আমার অধিকার’ নামে প্ল্যাটফর্ম গঠন করেছিলাম। সবসময় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য যুদ্ধ করেছি।