কক্সবাজারের টেকনাফে মাহমুদুল হক (৩৮) নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রোকেয়া বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অপহৃত মাহমুদুল হক টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বৃহস্পতিবার বিকেলে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট) সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় যান মাহমুদুল। পরে তিনি বড় ডেইল বাজারে নামেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
সেই রাতেই রোকেয়া বেগমের ব্যক্তিগত মোবাইলে স্বামীর ফোন থেকে কল আসে। ফোনের অপরপ্রান্তে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ছেড়ে দিতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, “প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, এক নারীর ফাঁদে ফেলে দুর্বৃত্তরা তাকে জিম্মি করেছে। এটি সরাসরি অপহরণ নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।”
অভিযোগ দায়েরের তিন দিন পার হলেও এখনো মাহমুদুল হকের কোনো খোঁজ মেলেনি।
বিডি প্রতিদিন/হিমেল