ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদপ্রাথী আবিদুল ইসলাম খান বলেছেন, শিক্ষার্থীদের সমর্থনের মাধ্যমে নির্বাচিত হলে তাদের আবাসন সংকট নিরসন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চেষ্টা করব। আবাসন সংকট দূর করার পাশাপাশি গণরুম ও গেস্টরুম কালচারের মূলোৎপাটন করা হবে। গতকাল বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করার চেষ্টা করা হয়েছে এবং যোগ্যতার ভিত্তিতেই এই প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে আদিবাসী, ক্রীড়াবিদ, ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ছাত্রদলের প্যানেল ইউনিক মন্তব্য করে তিনি বলেন, অন্য যেসব সংগঠন প্যানেল ঘোষণা করেছে তারা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককেই ভিপি, জিএস, এজিএস পদগুলোতে প্রার্থী করেছে। কিন্তু ছাত্রদল এদিক থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে রয়েছে। ছাত্রদল চাইলে সংগঠনের মূল নেতাদের নিয়ে প্যানেল গঠন করতে পারত কিন্তু তা না করে শিক্ষার্থীদের চাহিদা বুঝে ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থীদের মাঝ থেকেই নেতৃত্ব সৃষ্টি করেছে। ছাত্রদলের প্যানেল বরাবরই ইনক্লুসিভ ও ইউনিক। জুলাইয়ের চেতনাকে এবং শহীদদের স্বপ্নকে ধারণ করে কাজ করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘যে জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, তাদের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য হবে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা। জুলাই অভ্যুত্থান চলাকালীন ১৫ জুলাই ভিসি চত্বরে আমরা আহত হয়েছি। আমাদের রক্ত ঝরেছে।’