সিলেটের বিশ্বনাথে মাদক কারবারির হাতে খুন হয়েছেন এক মৎস্য ব্যবসায়ী। নিহতের নাম খোরশেদ আলম রবিউল (৩৪)।
শুক্রবার (২২ আগস্ট) সকালে নিজ গ্রামেই এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খোরশেদ উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
ঘটনার মূল অভিযুক্ত একই গ্রামের আইন উদ্দিনের ছেলে আনহার মিয়া (৩২)। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আনহারকে স্থানীয়ভাবে মাদক কারবারি হিসেবে চিহ্নিত করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদের ভাগ্না বাকপ্রতিবন্ধী নাঈমকে গাঁজা সেবন করাতেন আনহার মিয়া। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নাঈমের খালাতো বোন সেজিনার সঙ্গে আনহারের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার সকালে আনহারের দোকানে বসে থাকাকালে খোরশেদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে আনহার দোকানে থাকা জিআই পাইপ দিয়ে খোরশেদকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানীনগর উপজেলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিবারের দাবি, আনহার চায়নিজ কুড়াল ও জিআই পাইপ দিয়ে আঘাত করে খুন করেছে খোরশেদকে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, অভিযুক্ত আনহার মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ