পেশির চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। তাকে ছাড়াই সব ছাপিয়ে লুইস সুয়ারেজের জোড়া পেনাল্টিতে লিগস কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। উত্তর আমেরিকা লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছে তারা। এ নিয়ে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার এ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করল যুক্তরাষ্ট্রের দলটি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলো নিয়ে এ টুর্নামেন্টের প্রথম আসরে ২০২৩ সালে শিরোপা জিতেছিল মায়ামিই। তবে সেমিতে কঠিন পরীক্ষা দিতে হবে মায়ামিকে। তাদের প্রতিপক্ষ অরল্যালেন্ডো সিটি, যাদের কাছে মেজর লিগ সকারে এবার দুটি ম্যাচেই হেরেছে মেসিরা। হজম করেছে ৭টি গোল।
বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি আদায় করেন জর্দি আলবা। পেনাল্টির দায়িত্ব নিয়ে কোনো ধরনের ভুল করেননি সুয়ারেজ। ইন্টার মায়ামি এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধে উভয় দলের আর কোনো গোল হয়নি। বিরতির পর দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। ৬৬ মিনিটে আর্জেন্টাইন ফুটবলার আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। ম্যাচের ৮৬ মিনিটে বক্সের ভিতর হ্যান্ডবল হলে আবারও পেনাল্টি পায় মায়ামি। এবারও স্পট কিক নিতে আসেন সুয়ারেজ, গোল করে দলকে এনে দেন লিড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এদিন কোচ হাভিয়ের মাসচেরানো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে সেমিফাইনালে তাকে ডাগআউটে পাওয়া যাবে না।