ফুটবলে দ্রুততম গোলের হাফ সেঞ্চুরি করেছেন নরওয়ের তারকা ফুটবলার আরলিং হলান্ড। শনিবার ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন আরলিং হলান্ড। ম্যাচের ২৭, ৬৩ ও ৭২ মিনিটে গোল করেন তিনি। এ ছাড়া আনান খলিলি ও ইদান নাকমিয়াস একটি করে গোল করেন নরওয়ের পক্ষে। আরলিং হলান্ড এ হ্যাটট্রিকের মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন। মাত্র ৪৬ ম্যাচেই ৫০ গোলের মাইলফলক পাড়ি দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে হলান্ড ৫১ গোল করেছেন। হ্যারি কেইন এবং নেইমারের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। হ্যারি কেইন ৭১ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার ৭৪ ম্যাচে ৫০তম গোলের মাইলফলক পাড়ি দেন। লিওনেল মেসি এ মাইলফলক পাড়ি দেন ১০৭ ম্যাচে। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রয়োজন হয় ১১৪ ম্যাচ। হ্যাটট্রিকের হিসেবেও রেকর্ড গড়ার পথে ছুটছেন হলান্ড। আন্তর্জাতিক ফুটবলে মাত্র ৪৬ ম্যাচেই করেছেন ৬টি হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক ভিভিয়ান উডওয়ার্ড, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর। তিনজনেই ১০টি করে হ্যাটট্রিক করেছেন জাতীয় দলের জার্সিতে। আরলিং হলান্ডের ম্যাজিক্যাল পারফরম্যান্সে নরওয়ে ছুটছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দিকে। ১৯৯৮ সালের পর আর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি নরওয়ে। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপে ছয় ম্যাচ খেলে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। আর এক ম্যাচ জিতলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে হলান্ডদের। এই গ্রুপে ইতালি পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে। এদিকে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে পর্তুগাল, স্পেন, ইতালি এবং তুরস্ক। শনিবার স্পেন ২-০ গোলে জর্জিয়াকে, পর্তুগাল ১-০ গোলে আয়ারল্যান্ডকে এবং ইতালি ৩-১ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে।
শিরোনাম
- ‘১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারো শ্রমিক বেকার’
- সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
- বরিশাল মেডিকেলে দুটি ল্যাব ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
- ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা
- বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার
- এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা
- রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
- চার শীর্ষ ধনীর হাতে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চার মাধ্যম
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
- শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
- পরিবহন ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগে যাত্রীরা
- ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : আহমদ তৈয়্যব
- পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলের দাবি তালেবানের
- লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হ্যাটট্রিকে হলান্ডের রেকর্ড
নরওয়ে ৫ : ০ ইসরায়েল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর