টার্গেট মাত্র ১৯১ রান। ওভারপ্রতি ৪ রানেরও কম। প্রতিপক্ষ দলে রশিদ খানের মতো বিশ্বসেরা লেগ স্পিনার থাকার পরও জয়ের স্বপ্ন দেখেছিল মিরাজ বাহিনী। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মামুলি রান টপকাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন। ২১.৩ ওভার হাতে রেখে মাত্র ১০৯ রানে গুটিয়ে হেরেছে ৮১ রানে। টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ হেরেছে মিরাজ বাহিনী। আগামীকাল হোয়াইওয়াশ এড়াতে খেলবেন টাইগাররা। অথচ শারজাহতে দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইওয়াশ করেছিল টি-২০ সিরিজে। সেই ধারাবাহিকতার ছিঁটেফোঁটা ছিল না ওয়ানডে সিরিজে। শুধু তাই নয়, আফগানিস্তানের কাছে টানা তিন ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। অথচ টাইগার ক্রিকেটারদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে। টানা সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের এখন কঠিন হয়ে গেছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। সিরিজ হারের পর টাইগার ব্যাটাররা চরমভাবে সমালোচিত হচ্ছেন। সিরিজের দুই ম্যাচে শতরানের জুটি হয়েছে মাত্র একটি। প্রথম ওয়ানডেতে ১০১ রানের জুটি গড়েছিলেন টাইগার অধিনায়ক মিরাজ ও তাওহিদ হৃদয়। ছিল না পঞ্চাশ ঊর্ধ্ব জুটি। ওপেনারদের ছিল না কোনো উল্লেখ করার মতো জুটি। পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম। দুই ম্যাচে তার স্কোর ০ ও ১০। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে খেলতে নামা সাইফ হাসানের স্কোর ২৬ ও ২২। হৃদয়ের স্কোর ২৪ ও ৫৬, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ ও ২, জাকের আলি ১৮ ও ১০, নুরুল হাসান সোহান ১৫ ও ৭। অধিনায়ক মিরাজ ৪ ও ৬০ রান করেন। প্রথম ওয়ানডেতে ২২১ ও দ্বিতীয় ওয়ানডেতে ১০৯ রান করেছে মিরাজ বাহিনী। ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউটে বিস্মিত টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘ব্যাটারদের বোলার দেখে নয়, বল দেখে খেলা উচিত। দলের ক্রিকেটাররা রশিদ খানকে খেলেছেন। তার বল খেলেননি।’ পরিসংখ্যান জানাচ্ছে, গত ১০ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচে। হেরেছে ৯টি। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের পর ডেভিড হেম্পের জায়গায় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। সর্বশেষ ১০ ইনিংসে আড়াই শর নিচে স্কোর করেছে ছয়টিতে। ৩০০ রান করেছে এক ম্যাচে। দুই শর নিচে অলআউট হয়েছে দুবার।
শিরোনাম
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
চরমভাবে ব্যর্থ ব্যাটাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে