হামজা খেলছেন, খেলাচ্ছেন। প্রয়োজনে গোলও করছেন। মাল্টি স্কিল্ড ফুটবলার! ইংলিশ ফুটবল দল লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার শুধু গোলবার আগলাচ্ছেন না, বাংলাদেশের জার্সিতে কখনো রক্ষণ সামলাচ্ছেন। কখনো আক্রমণে সহায়তা করছেন। কখনো আবারও চোখধাঁধানো ফ্রি-কিকে গোলও করছেন। হামজা চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় তারকা ফুটবলার। তার সঙ্গী কানাডা জাতীয় দলের পক্ষে খেলা সামিত সোম এবং জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া, তারিক কাজী, ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলার। লাল-সবুজ পতাকার জার্সি গায়ে তারা মাঠ মাতাচ্ছেন। তবে দেশি ও বিদেশি ফুটবলারদের এক সুতোয় গেঁথেছেন হামজা। মাঠজুড়ে তার খেলায় মুগ্ধ কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ ফুটবল দলের কোচ প্রশংসা করেছেন হামজার নেতৃত্বগুণের, ‘সব সময় আমি বলেছি, হামজা আমাদের অধিনায়কদের একজন। সে মাঠের ভিতরে-বাইরের নেতা। শুরু থেকেই সে সতীর্থদের দিকনির্দেশনা দিচ্ছে। আপনারা এসব তাকে মাঠেও করতে দেখেছেন। তবে জামাল ভুঁইয়া, তপু বর্মণ, সোহেল রানার মতো অধিনায়কদের দলে পেয়েও আমরা ভাগ্যবান। এরা সবাই অধিনায়ক এবং তাদের মধ্যে হামজার মতো একজন নেতা পাওয়ায় আমরা সৌভাগ্যবান।’ আগামীকাল হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে। গত বৃহস্পতিবার ঢাকা স্টেডিয়ামে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ হংকংয়ের কাছে হেরে যায় ৩-৪ গোলে। শেষ গোলটি খেয়েছে একেবারেই খেলার শেষ সেকেন্ডে। হৃদয়ভাঙা হারের ক্ষত নিয়ে হামজারা এখন হংকংয়ে। আগামীকালের ম্যাচে জয়ের জন্য শক্তিশালী একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ। ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে পুরোপুরি ক্লান্তি কাটাতে না পারায় আগের ম্যাচের প্রথম একাদশে ছিলেন না সামিত। এখন তিনি সুস্থ। পরের ম্যাচে শুরু থেকেই খেলবেন। তার সঙ্গে শুরু থেকে একাদশে থাকার সম্ভাবনা জায়ান ও জামালেরও। বাছাইপর্বে বাংলাদেশের পয়েন্ট ৩ ম্যাচে ২ হার ও এক ড্রয়ে ১।
শিরোনাম
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?