দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের অবসানে সহকারী শিক্ষক আব্দুল জলিলকে রাজকীয়ভাবে বিদায় জানালেন সহকর্মী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনার পর তাকে ঘোড়ার গাড়িতে শহর প্রদক্ষিণ করিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
আব্দুল জলিল বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার আন্তরিকতা, মানবিক আচরণ ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা তাকে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রিয় করে তোলে। বিদায়ী অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, “জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বাবার মতো স্নেহ দিয়ে আমাদের পড়াতেন। বিদায়ে আমরা দুঃখিত, তবে তার দীর্ঘায়ু কামনা করি।”
শিক্ষক আইয়ুব আলী ও ওবায়দুর হক বলেন, “আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। তিনি সবসময় আন্তরিক ছিলেন এবং আমাদের পরামর্শ দিতেন। তার শূন্যতা পূরণ করা কঠিন হবে।”
বিদায়ী শিক্ষক আব্দুল জলিল আবেগাপ্লুত হয়ে বলেন, “কখনো কল্পনা করিনি এমন সম্মানজনক বিদায় পাব। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব।”
বিডি প্রতিদিন/আশিক