সামরিক বাহিনীর অবকাঠামোয় হামলার অভিযোগে দায়ের করা আট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে জামিন দিয়েছেন আদালত। তবে এখনই কারামুক্ত হতে পারছেন না। কারণ তিনি একটি দুর্নীতি মামলায় কারারুদ্ধ অবস্থায় ১৪ বছরের সাজা ভোগ করছেন। সূত্র : ডন, বিবিসি, জিওটিভি। গতকাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি হাসান আজহার রিজভি এবং বিচারপতি মুহাম্মদ শফির সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ লাহোর হাই কোর্ট কর্তৃক জামিন প্রত্যাখ্যানের বিরুদ্ধে পিটিআই প্রতিষ্ঠাতার আবেদনের শুনানি করে এ রায় ঘোষণা করে। সুপ্রিম কোর্ট আদেশে বলেছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাঁকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু ইমরান দুর্নীতি মামলায় অভিযুক্ত তাই এখনই বাইরে বেরোতে পারবেন না।