স্থায়ী ক্যাম্পাস, ক্যাম্পাসের অচলাবস্থা নিরসন, শক্তিশালী ও কার্যকরী প্রশাসন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শাটডাউনের ঘোষণাও দেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই, নেই পর্যাপ্ত ক্লাসরুম ও ল্যাব সুবিধা। এছাড়াও দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না।
তাদের আরো অভিযোগ , স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের অনুমতি পাওয়া গেলেও প্রশাসনের উদ্যোগহীনতায় কাজটি এগুচ্ছে না। এ কারণে গুরুদয়াল সরকারি কলেজ ভবনে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াছমীন বলেন, সরকার পরিবর্তনের কারণে বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের কাজ থেমে যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন করে আবার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। এরপর থেকে আমরা সার্ভেসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যেন দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা যায়। ভূমি অধিগ্রহণের কাজ শেষ হওয়ার পর নিজস্ব ক্যাম্পাস নির্মাণের কাজে হাত দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দ্রুত নিজস্ব ক্যাম্পাসে যেতে চায়।
শিক্ষার্থীদের বিক্ষোভ চলার সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে দাবি-দাওয়ার বিষয়ে কথা বলে আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুতই ইউজিসির সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
বিডি প্রতিদিন/এএম