দেশি-বিদেশি মিলিয়ে বসুন্ধরা কিংস দুর্দান্ত দল গড়েছে, যা ঘরোয়া ফুটবলে অ্যনতম সেরা বললেও ভুল হবে না। দল কতটা শক্তিশালী তা এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বের ম্যাচে প্রমাণ মেলেছে। কাতারের দোহায় সিরিয়ার শক্তিশালী আলকারামাহকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে।
২৭ আগস্ট ড্র অনুষ্ঠিত হওয়ার পর ঠিক হবে কোন গ্রুপে কাদের বিপক্ষে খেলবে কিংস। গ্রুপ পর্বে কিংসই শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ঢাকা আবাহনী চ্যালেঞ্জ লিগে হেরে বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে। বসুন্ধরা কিংস আসন্ন মৌসুমে ব্রাজিলিয়ান কোচ সার্জি ফারিয়াসের সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল। এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেই ফারিয়াসের কিংসে দায়িত্ব শুরু করার কথা ছিল। অথচ তিনি ম্যাচের আগের দিন ডিগবাজি দিয়েছেন। কিংসকে না জানিয়ে যোগ দেন ইরাকের এক ক্লাবে। ফারিয়াসের সঙ্গে টিম ম্যানেজমেন্টের কথা হয় সরাসরি কাতারে গিয়ে তিনি দলে যোগ দেবেন। তার আসার জন্য কিংস বিমানের টিকিট পাঠিয়ে দেয়। অথচ তিনি চূড়ান্ত করার পরও যোগ দেননি কিংসে।
টিকিট পেয়ে আবার ফারিয়াসই কিংসকে জানান, ম্যাচের আগেই অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। অথচ ফিফার নিয়ম ভঙ্গ করে যোগ দিলেন আরেক ক্লাবে। যে টিকিট কিংস পাঠিয়েছিল তা দিয়েই কাতারে উড়ে এসেছিলেন ইরাকের ক্লাবের সঙ্গে চুক্তি করতে। পেশাদার ফুটবলে যেখানে বেশি টাকা পাবেন সেখানেই যোগ দেবেন তা স্বাভাবিক ঘটনা। কিংস তখন তাকে কোচ হিসেবে চূড়ান্ত করল তখনো বলতে পারতেন আরেক ক্লাবের সঙ্গে তার কথা চলছে। তাহলে কিংস অন্য পথে যেত। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টার আগে জানা গেল ফারিয়াস আরেক ঠিকানা বেছে নিয়েছেন। তাও তিনি জানাননি, সামাজিক যোগাযোগমাধ্যমেই কিংস নিশ্চিত হয়েছে ব্রাজিলিয়ান এ কোচ তাদের কথা দিয়েও কথা রাখেননি। শেষ মুহূর্তে ফারিয়াস ডিগবাজি দেওয়ায় কিংস কাতারে বিপদে পড়েছিল। কেননা প্লেয়ার লিস্টে তো হেড কোচের নাম দিতে হয়। এ ক্ষেত্রে আবার ফিফার নিয়মকানুন আছে, যা না মানলে বড় অঙ্কের জরিমানাও গুনতে হয়। দুই সহকারী কোচ থাকায় ক্লাব বিপদমুক্ত হলেও ফারিয়াস যা করেছেন তা পেশাদার ফুটবলে একেবারে বেআইনি।
ফারিয়াস অদ্ভুত কাণ্ড ঘটনার পর কিংস নতুন বিদেশি কোচের সন্ধানে নামে। কোচ খুঁজেও পেয়েছে তারা।
ক্লাব সভাপতি ইমরুল হাসানই জানালেন, ‘আমাদের নতুন বিদেশি কোচ ঠিক হয়ে গেছে। এটাও বলতে পারি মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপেই তিনি থাকবেন।’ লাতিন আমেরিকার কোচকেই ঠিক করা হয়েছে। তবে তিনি ব্রাজিলিয়ান নন, আর্জেন্টিনার হওয়ার সম্ভাবনা বেশি তা ক্লাব থেকে জানা যায়।
১৫ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপের এক ম্যাচের শিরোপা লড়াইয়ে কিংসের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। গতবার প্রথম চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিংস। তবে ফারিয়াসকে ছেড়ে দেবে না কিংস। তিনি যে কর্মকাণ্ড করেছেন তাতে শুধু ভোগান্তি নয় কিংসের মতো এত বড় ক্লাবের ইমেজও নষ্ট করেছে। কিংস ব্রাজিলিয়ান কোচের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগপত্র পাঠানোর প্রস্তুতি নিয়েছে। স্বনামধন্য এক আইনজীবীর মাধ্যমে আইনিব্যবস্থা নেওয়া হবে। এ আইনজীবীর মাধ্যমেই ফিফার কাছে ফারিয়াসের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাবে কিংস।
বিডি প্রতিদিন/জুনাইদ