ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ক্ষেত্রে ভেটো প্রত্যাহারের জন্য হাঙ্গেরির ওপর চাপ সৃষ্টি করতে অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার কয়েক দিনের মধ্যেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করে। তবে হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বারবার ভেটো দেওয়ায় ইউক্রেন এখনো এ সংক্রান্ত আলোচনায় অগ্রসর হতে পারেনি।
জেলেনস্কি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি, যাতে বুদাপেস্ট আমাদেরকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানে বাধা না দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তার টিম এ বিষয়ে কাজ করবে।
ইইউ’তে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরি বলেছে, ইউক্রেনকে ইউনিয়নে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হবে এবং যুদ্ধরত অবস্থায় দেশটিকে অন্তর্ভুক্তির অর্থ হবে বুদাপেস্টকে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলা। তবে এ বিষয়ে ইউক্রেন হাঙ্গেরির উদ্বেগ ভিত্তিহীন বলে দাবি করেছে।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগ দিতে চাওয়া সম্পূর্ণ ন্যায্য। এটি আমাদের সার্বভৌম অধিকার।
যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে অবনতি হয়েছে। অরবান ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠাতে অস্বীকার করেছেন এবং ইইউ’র অর্থ সহায়তার বিভিন্ন কিস্তিও আটকে দিয়েছেন।
সূত্র : এএফপি
বিডি-প্রতিদিন/বাজিত