কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় চাঁদাবাজির অভিযোগে সায়েম নামে ২২ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নগরীর অশোকতলা এলাকার বিসিকের ফুলমতি ভবনের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত যুবক সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালক আমিনুল ইসলামের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাদের মূল বাড়ি রংপুর জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা বলছে, সে ওই এলাকায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।
স্থানীয় একটি সূত্র বলছে, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাঝে মাঝেই চাঁদা সংগ্রহ করতো। এছাড়া চুরি-ছিনতাইয়ের সঙ্গেও সে জড়িত। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখে। পরবর্তীতে সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। পরবর্তীতে এলাকাবাসী জড়ো হয়ে পুনরায় সায়েমকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ সেখানে গেলে সায়েমের লোকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি শান্ত হলে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম