‘মাদকমুক্ত আখাউড়া গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রানিং কমিউনিটির আয়োজনে ৫ ও ১০ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ভোর সাড়ে ৫টায় আখাউড়া শহিদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে রান শুরু হয়।
দুটি ক্যাটাগরিতে আখাউড়া উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় তিনশত দৌড়বিদ অংশ নেয়। এর মধ্যে ছোট বালক থেকে বয়স্ক যুবকরাও ছিল। ফিমেল ক্যাটাগরিতে ৫ কিলোমিটার রানে কয়েকজন নারী দৌড়বিদ অংশ নেন। কলেজ মাঠ থেকে দৌড় শুরু হয়ে আনোয়ারপুর রোড ঘুরে কলেজ মাঠে ফিরে এসে ৫ কিলোমিটার দৌড় শেষ হয়। অপরদিকে ১০ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণকারীরা চাঁনপুর খেলার মাঠ পর্যন্ত গিয়ে ফিরে আসে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য রানকে আকর্ষনীয় করে তুলে। ৫ কিলোমিটার রানে ১ম হয়েছে নরসিংদীর মারুফ মিয়া এবং ১০ কিলোমিটার রানে ঢাকার পারভেজ পলাশ। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন আয়োজকরা।
এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারী প্রত্যেককে সুদৃশ্য মেডেল উপহার দেওয়া হয়েছে। দৌড়বিদদের জন্য ছিল পানি, সেলাইন, জুস ও নাস্তার ব্যবস্থা।
অনুষ্ঠানে এম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রভাষক দিলারা আক্তার খান, নরসিংদী রানিং কমিউনিটি আকতারুজ্জামান আক্তার, আখাউড়া কলেজ প্রভাষক অলি আহাদ রতন, আখাউড়া রানিং কমিউনিটি প্রধান উপদেষ্টা কাওসার হোসেন ভুঁইয়া প্রমুখ। আয়োজনে সার্বিক সহযেগিতায় ছিলেন আখাউড়া রানিং কমিউনিটি এডমিন ময়নুল আহমেদ, খালেদ শাওন, মো আশরাফুল, আকরাম হোসেন, রফিকুল হৃদয়, রুবায়েদ খান, ইমাদ খাদেম, মো রাজু প্রমুখ
বিডি প্রতিদিন/এএম