চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি মরহুম এড. জাহাঙ্গীর হোসেন খানের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম।
তিনি বলেন, জাহাঙ্গীরের জীবন ছিলো সংগ্রামী জীবন। ছোট বেলায় সে বাবা হারিয়েছে। মায়ের অনুপ্রেরনায় সে লেখাপড়ায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। তার সারা জীবন ছিল উজ্জ্বল ও সফলতার, কিন্তু মৃত্যুর কাছে তাকে হার মানতে হয়েছে। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন জাহাঙ্গীর হোসেন খানকে বেহেশত নসীব করে। আমাদেরকে তার পরিবারের খোঁজ খবর নিতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব। তার স্ত্রী অসুস্থ। দোয়া করি আল্লাহ যেন তার স্ত্রী ও পরিবারকে ভালো রাখেন।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, এড. হারুনুর রশীদ, আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন ফয়সাল, এড. তাফাজ্জল হোসেন, আক্তার হোসেন সাগর, এড. জসিম মেহেদী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মরহুম জাহাঙ্গীর খানের ছেলের আবু আবরার।
আরও বক্তব্য রাখেন, হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম মফু, লক্ষীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম ভূইয়া, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল শেখ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কালিম পাঠান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. কাইয়ুম মোল্লা।
সভায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন বিএনপি নেতা পীরজাদা বরকতুল্ল্যা খান।
বিডি প্রতিদিন/এএ