২৬ কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তার বেহাল দশার কারণে গত ১ যুগ ধরে হবিগঞ্জ ও সুনামগঞ্জের ৫ উপজেলার ৫০ গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নে কাজীরবাজার থেকে বানিয়াচং উপজেলার মার্কুলি পর্যন্ত রাস্তাটির ভগ্নদশার কারণে ওই এলাকার মানুষের মধ্যে এখন ক্ষোভ বিরাজ করছে। এরই বহিঃপ্রকাশ হিসেবে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বড় ভাকৈর ইউনিয়নের চর সোনাপুর গ্রামে ১০ সহস্রাধিক ছাত্র -জনতা এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের জনগণের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।
এতে বক্তারা বলেন, কাজীরবাজার টু মার্কুলি সড়কটি মাত্র ২৬ কিলোমিটার। এরকম রাস্তা পাড়ি দিতে সর্বোচ্চ ১ ঘন্টা সময় লাগার কথা। কিন্তু আমাদের সময় লাগে ৩ ঘন্টা। পুরো রাস্তায় অসংখ্য গর্তের কারণে এইই রাস্তায় যাতায়াত করা আমাদের জন্য আতংকের বিষয়। এবং গত ১ যুগ ধরে আমরা এই অবস্থার মধ্যে রয়েছি। ইউএনও, জেলা প্রশাসক, সিলেট বিভাগীয় কমিশনারের কাছে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু আশ্বাসের বাহিরে আমরা সমাধান পাইনি।
এখন আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে। এখন আমরা ৫০ গ্রামের মানুষ দ্রুত সংস্কার বা পুনঃনির্মাণের দাবি করছি। যদি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে মহাসড়ক অবরোধ করবো। এর সাথে দলমত নির্বিশেষে সবাই আমাদের পাশে থাকবে। এখন আমরা আর আশ্বাসে বিশ্বাস করি না, বাস্তবায়ন চাই।
রিংকু কুমার দাশ ও হিফজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন জীবন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ