চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শনিবার (৫ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে শহীদ আব্দুল্লাহর মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি জিসানের চিকিৎসার অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
শহীদ আব্দুল্লাহর মায়ের উদ্দেশে তারেক রহমান বলেন, 'বিএনপি সবসময় আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সব সময় সাধ্যমত আপনার পরিবারের পাশে আছি, বাকি টুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করবো। শুধু জিসান ই নয়, সকল শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।'"
তিনি আরও বলেন, 'আপনি একা নয়। আপনার পাশে সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আপনার ভাই। আপনার এই ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশা আল্লাহ। তিনি জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বই সহ খেলনা দেয়ার নির্দেশ প্রদান করেন।'
এসময় শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগ আপ্লুত হয়ে পরেন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার' এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন) সহ জিসানের মামা মো. আতিক প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা