রাজধানীর ভাষানটেকে হাফসা (৮) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় বাসার পাশের একটি গলি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) আলমাছ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
শিশুটির বাবা আলামিন দাবি করেন, “আমার সুস্থ-স্বাভাবিক মেয়ে বিকেলে বাসার পাশেই খেলতে গিয়েছিল। হঠাৎ খবর পাই, পাশের গলিতে অচেতন অবস্থায় পড়ে আছে। হাসপাতালে নিয়ে গেলে জানতে পারি, সে আর নেই। আমি নিশ্চিত, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
মরদেহ মর্গে আনা হলে স্থানীয় এক বাসিন্দা জানান, ভাষানটেকের ওই বস্তিতে দিনে-রাতে প্রকাশ্যে মাদক বেচাকেনা হয়। বিশেষ করে মোর্শেদা ও সোহরাব নামের এক দম্পতির মাদক ব্যবসা এলাকায় পরিচিত। তাদের আড্ডায় প্রায়ই বহু মাদকসেবীর আনাগোনা থাকে। বাসিন্দার ভাষায়, “তাদের ওপর কোনো ভরসা নেই, যা খুশি তাই করে ফেলতে পারে।”
মেয়ের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদঘাটন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হতবিহ্বল পরিবার।
বিডি প্রতিদিন/আশিক