বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি-বাসদ ও বাম মোর্চার ডাকা অর্ধদিবস হরতালে সাড়া মেলেনি সিলেটে।
সকাল থেকে নগরীরতে যান চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচলের পরিমাণও বাড়ে। হরতালে ট্রেন ও দুরপাল্লার বাস চলাচলও স্বাভাবিক ছিল।
সকাল ৮টায় নগরীর কোর্টপয়েন্টে হরতাল সমর্থকদের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। তবে অন্য কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতাল চলাকালে নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আবদুল ওয়াহাব।
এদিকে, হরতালে সমর্থন দিলেও বিএনপি নেতাকর্মীদেরও রাজপথে দেখা যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন