সাভার মডেল থানার নারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহমিনার মৃত্যুর ঘটনায় তার স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে তার বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী মোবারক হোসেনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন নিহত তাহমিনার বাবা আব্দুস সালাম।
ওই মামলায় বৃহস্পতিবার মোবারককে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া তাহমিনার মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ওই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
এস আই তাহমিনা বাবা আব্দুস সালাম অভিযোগ করেন, স্বামীর নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি এর বিচার চাই।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত ২৫ নভেম্বর সাভার থানা কম্পাউন্ডের বাসা থেকে এসআই তাহমিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দন্ড বিধির ৩০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা স্বামীর পরকীয়ার জের ধরে তাহমিনা আত্মহত্যা করে থাকতে পারেন। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারনা করছেন এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন এই ঘটনার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে , সেই চিরকুট পরীক্ষা নিরীক্ষা চলছে , আত্মহত্যা তদন্তে নিয়েছে নতুন মোড়। হাতে লেখা চিরকুটের সূত্র ধরে নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্যজট খুলতে এখন হন্যে হয়ে খুঁজছে ঢাকা জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী এস আই তাহমিনার স্বামী মোবারক হোসেনকে গ্রেফতার করা হয় ।
উল্লেখ্য, গত শনিবার রাত ৯ টার দিকে সাভার মডেল থানার ভিতরে অবস্থিত পুলিশ কোয়ার্টারের ৪ তলা একটি ভবনের নিচতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশের এসআই তাহমিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের স্বামী মোবারক হোসেন পাশের একটি কক্ষে নিজের সন্তানকে খাওয়াচ্ছিলেন। মোবারক হোসেন একটি বেসরকারি ডেভেলপার কোম্পানিতে চাকুরী করতেন। তাদের তানভীর হোসেন (৫) ও মাহেরা নামে পাঁচ মাসের দুটি সন্তান রয়েছে। নিহত তাহমিনা আক্তার ৬ মাসের মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। আগামী ৮ ডিসেম্বর কর্মস্থল সাভার মডেল থানায় তার কাজে যোগদানের কথা ছিলো।
বিডিপ্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ই জাহান