খুলনায় তথ্য প্রযুক্তি আইন ২০১৩’র ৫৭/৬৬ ধারার মামলায় জামিন পেয়েছেন খুলনার কণ্ঠ অনলাইন পত্রিকার সম্পাদক শেখ রানা।
আজ সোমবার বেলা ১১টা ৩০মিনিটে খুলনার মূখ্য মহানগর আদালত ‘গ’অঞ্চল হাকিম মো. শাহীদুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন।
এর আগে, খুলনা খালিশপুরে তকদির হোসেন বাবুকে নিয়ে তিনটি প্রতিবেদন প্রকাশের জের ধরে এই মামলাটি করা হয়।
সম্পাদক শেখ রানার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিল্লাল হোসেইন, অ্যাডভোকেট কামরুল আহসান, অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু, অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, অ্যাডভোকেট আইয়ুব আলী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুর, অ্যাডভোকেট শামিম হাসান শুনানিতে অংশগ্রহণ করেন।
পরে অ্যাডভোকেট বিল্লাল হোসেইন বলেন, জামিনের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় খুলনার কন্ঠের সম্পাদক শেখ রানাকে জামিন দেন।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব