মানহানির মামলায় কুমিল্লার আদালতে জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনের আদালতে তিনি জামিন পান। এর আগে তিনি এই মামলায় হাইকোর্টে ৭ জানুয়ারি ৮ সপ্তাহের জামিন লাভ করেন।
মামলাটি দায়ের করেন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জিয়াউল হাসান চৌধুরী সোহাগ। বঙ্গবন্ধুর পরিবার ও রাষ্ট্রের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে ২০১৭ সালের ১২ ডিসেম্বর তিনি এক হাজার কোটি টাকার মানহানির এ মামলাটি দায়ের করেন।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল