দেশের শীর্ষস্থানীয় মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ‘ক্যাপিটাল এফএম ৯৪.৮’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে ষ্টেশনে শীতার্ত মানুষের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া রাতে রাজধানীর বিভিন্ন স্থানে আরো দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ‘ক্যাপিটাল এফএম শীতবস্ত্র বিতরণ ২০১৮’ শীর্ষক এই আয়োজনে উপস্থাপনা করেন রেডিও ক্যাপিটাল এর সহকারী প্রযোজক রাশেদ ইমাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মেহেদী মালেক সজিব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লেমন এর সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ড আব্দুল আজিজ, লাভ গুরু খ্যাত এহতেশাম হক, পুলিশের শাহজাহানপুর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা, কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক, রেডিও ক্যাপিটাল এর টেকনিক্যাল কনসার্ন আশফাক হাসান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাফিজ রেদওয়ান শান্ত প্রমুখ।
অনুষ্ঠানে ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গ্রুপের সকলকে আর্তমানবতার সেবায় কাজ করার জন্য নির্দেশনা এবং কর্ম পরিকল্পনা দিয়েছেন। তারই একটি প্রয়াস ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর এই শীতবস্ত্র বিতরণ। রেডিও ক্যাপিটাল সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ‘ক্যাপিটাল এফএম ৯৪.৮’ সম্প্রতি দ্বিতীয় বছরে পা রেখেছে। এই রেডিও শুরু থেকেই শ্রোতাদের মন জয় করে চলেছে।
বিডিপ্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৮/ ই জাহান