শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ ও সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত ওষুধ ও সিগারেটের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। শনিবার দুপুর ১টার দিকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব ওষুধ ও সিগারেট জব্দ করা হয়।
আটক ওষুধগুলো হলো- রিটালিন (ট্যাবলেট) ১০, ১১৭০ পাতা, কেভিনটন ২৫০ পাতা, প্রোজ্যাক (ট্যাবলেট) ৭০০ পাতা, ইকট্যারেন্স (ট্যাবলেট) ১৭৫ পাতা, প্লাভিক্স (ট্যাবলেট) ২৪০ পাতা ছাড়াও More এবং Essy ব্র্যান্ডের ৩০ কার্টন সিগারেট। জব্দকৃত ওষুধগুলো NOVARTIS ব্র্যান্ডের।
শ্রীলঙ্কা থেকে ছেড়ে আসা জব্দকৃত ওষুধ ও সিগারেট বহনকারী UL-189 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ১১টার দিকে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে।
যাত্রীরা ৮নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার পর একটি লাগেজ দীর্ঘক্ষণ ধরে ব্যাগেজ বেল্টে পড়ে থাকে। শুল্ক গোয়েন্দা দল তা ভালোভাবে নজরদারিতে রাখে এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ খুলে বিদেশি ওষুধ ও সিগারেটগুলো পান এবং তা পরিত্যক্ত ও মালিকবিহীনভাবে জব্দ করে।
সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে শনিবার দুপুর ১টার দিকে এসব পণ্য জব্দ করা হয়। পণ্যের শুল্ককরসহ আটক ওষুধ ও সিগারেটের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
আমদানি নীতি আদেশ অনুযায়ী, ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ওষুধ আমদানি করা যায় না।
বিডি প্রতিদিন/০২ জুন ২০১৮/আরাফাত