পরিবেশ রক্ষায় অধিক হারে জনসচেতনতার প্রয়োজন রয়েছে মন্তব্য করে পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার পরিবেশ ও উন্নয়ন ভাবনা একসাথে করছে। কেননা, আমাদের উন্নয়ন কার্যক্রম যেমন চলমান রয়েছে তেমনি পরিবেশের উন্নয়ন করাও আমাদের লক্ষ্য।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আইইউসিএন আয়াজিত এক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রতিবছর বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির জন্য পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশের বিষয়টা স্থানীয় ব্যাপার নয়, এ সমস্যাটি বৈশ্বিক। তাই প্রত্যেক দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে তিনি বলেন, এ স্লোগান যখন ঠিক করা হলো তখন নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে, প্লাস্টিক সামগ্রী ব্যবহারের কুফল সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, প্লাস্টিক সামগ্রীর ব্যবহার শুধু যে পরিবেশের ক্ষতি করছে তা নয়। এটি মানব দেহের জন্যও ব্যাপক ক্ষতিকারক হিসেবে চিহ্নিত হয়েছে। পেটের পীড়া, হরমোনের সমস্যা, লিভারের সমস্যা, এমন কী অনেক ক্ষেত্রে ক্যানসারের মতো ভয়ঙ্কর রোগের জন্য দায়ী এই প্লাস্টিক সামগ্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইউসিএন-এর চেয়ারপার্সন হাসনা জসীম উদ্দীন মওদুদ, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রাকিবুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবদুর রব মোল্লা, উন্নয়র অন্বেষার প্রধান নির্বাহী রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজোয়ানা হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম