জেএমবির শীর্ষ নেতা শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে নাহিদ ওরফে আবু সুলাইমানকে (২৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শরিফুল ইসলাম রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় সর্বশেষ পলাতক আসামি ছিল।
গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-মহিপুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই শরিফুলকে জ্ঞিসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে রাজশাহী থেকে পালিয়ে যাওয়ার সময় জেলার নাচোল-মহিপুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামী রবিবার (২৭ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গুলশান হামলার মামলা ছাড়াও শরিফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহী মহানগরীর শালবাগান এলাকার নিজ বাড়ি থেকে ৫০ গজ দূরে রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর