বাংলা কথাসাহিত্যের অন্যতম পুরোধা হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল ৪টা থেকে শুরু হবে এই আয়োজন। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজারে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে জন্মোৎসব উদযাপন কমিটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে কথা বলেন হাসান আজিজুল হক জন্মোৎসব উদযাপন কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে হাসান আজিজুল হককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদানের পাশাপাশি সর্বস্তরের বরেণ্য নাগরিকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে সেটির মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বরেণ্য এই কথাসাহিত্যিকের জীবন ও কর্ম নিয়ে আহসান কবীর লিটন নির্মিত ‘গল্পলোকের চিত্রকর’ নামে একটি প্রামাণ্য চলচ্চিত্রও প্রদর্শিত হবে। জন্মোৎসবের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, একুশে পদকপ্রাপ্ত লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা