আগামী ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে পরিবেশ সুরক্ষায় এক হাজার ৩৯৮ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ চেয়ে গ্রীন বাজেট প্রণয়নের প্রস্তাবনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও অধিদপ্তরসমূহের চাহিদার আলোকে এ অর্থ বরাদ্দের প্রস্তাবনা করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়েরপক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। পরিবেশ ও বনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, জাফর আলম এবং মোঃ রেজাউল করিম বাবলু বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) এর গাইডলাইন অনুযায়ী বায়ু দূষণের মাত্রা ৩০০ এর উপরে উঠলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হেলথ এলার্ট ইস্যু করার বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন অধিদপ্তর কর্তৃক বনের আওতাধীন সীমানা নির্ধারণ করে হালনাগাদ একটি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। পরিবেশ দূষণ হ্রাসে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জরুরী সভা আহবানের সুপারিশ করে কমিটি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন