চর ডেভেলপমেন্ট ও সেটেলমেন্ট প্রকল্প-৪ বাস্তবায়নে ১৩ হাজার ৫০৮টি পরিবারের মধ্যে ১৭ হাজার ৫৬০ একর ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে এসব তথ্য জানানো হয়।
এছাড়া যৌথ মালিকানার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীদের মধ্যে ভূমি বরাদ্দ ও পানি ব্যবস্থাপনায় তাদের যুক্ত করায় সফলভাবে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নারী নেতৃত্ব বিকাশ ও নারীর ক্ষমতায়ন হয়েছে বলে জানানো হয় বৈঠকে।
এ প্রকল্পের মাধ্যমে ১৩ হাজার ৬২৩ হেক্টর এলাকা বন্যা ও ঘূর্ণিঝড় হতে সুরক্ষা ব্যবস্থা হয়েছে, সেচ সুবিধাসহ গ্রামীণ রাস্তা ও বাঁধ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, হুইপ সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম, মো. ফরিদুল হক খান ও রুশেমা বেগম বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, প্রকল্প বাস্তবায়নে সন্তোষ প্রকাশের পাশাপাশি এধরনের নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙণ কবলিত অঞ্চল ও হাওর অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের প্রয়োজনীয় জনবল পদায়নের সুপারিশ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন