সারা দেশের মত বরিশালেও অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা। আজ রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা শুরু হয়। বেলা ১১টা ১ মিনিটে সন্ধিপূঁজা শুরু হয়ে ১১টা ৪৯ মিনিটে শেষ হয়। পূজা শেষে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা মন্দিরগুলোতে চন্ডিপাঠ এবং আরাধনায় মত্ত থাকেন। জাতি-সংসার আর জাগতিক পৃথিবীর সকল প্রাণির মঙ্গল কামনা করেন তারা।
মহামায়ার এই আগমনের মধ্য দিয়ে সকল অশুভ শক্তি বিদায় হবে বলে আশা তাদের। অশান্ত পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে সেই কামনাই ছিল মহাষ্টমীতে দেবীর কাছে।
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে নবরূপে। পূজা মন্ডপগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী।
এ বছর বরিশাল নগরীতে পূজামন্ডপের সংখ্যা ৪১টি এবং মেট্রোপলিটন এলাকায় পূজা মন্ডপের সংখ্যা ৭৩টি।
বরিশাল জেলায় পূজা মন্ডপের সংখ্যা ৬১৩টি এবং বিভাগে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ১ হাজার ৬১৩টি মন্ডপে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম