বহুল আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে আনা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে অভিযানের অংশ হিসেবে যুবলীগের এই কার্যালয়ে আনা হয়।
এর আগে, ক্যাসিনোবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকেকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি বিশেষ দল। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকেও।
সম্রাটের সঙ্গে গ্রেফতার তার সহযোগী আরমানকেও ঢাকায় আনা হয়েছে। ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও শুরু করেছে র্যাব।
বিডি প্রতিদিন/এনায়েত করিম