ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার বহুল আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আজ রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছেন। সম্প্রতি এই ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর এক দুই দিনের মধ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
সম্রাটকে গ্রেফতারের পর রবিবার দুপুরে র্যাব সদর দফতরে এ বিষয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ক্যাসিনোবাণিজ্যের সঙ্গে সম্রাট জড়িত জানিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, পালানোর জন্য তিনি ঢাকা ত্যাগসহ অনেক কৌশল অবলম্বন করেছেন যাতে তাকে সহজে খুঁজে না পাওয়া যায়। ক্যাসিনো নিয়ে কাজ করতে গিয়ে একাধিকবার তার নাম এসেছে।
এর আগে, ক্যাসিনোবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকেকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি বিশেষ দল। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকেও। ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও শুরু করেছে র্যাব।
বিডি প্রতিদিন/এনায়েত করিম