বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ আজ।
আরবী হিসাব অনুযায়ী আজ থেকে ১৮ বছর আগে ৬ সফর এই দিনে রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর দারুল বাকায় (ওফাত) তশরীফ নেন বিশ্বওলী। বনানী পাক দরবার শরীফ থেকেই ওফাত লাভ করেন কেবলাজান ছাহেব।
আরবী হিসাব অনুযায়ী আজ ৬ সফর মাগরিব ওয়াক্ত থেকে বিশ্বওলীর (কুঃ ছেঃ আঃ) বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের অনুষ্ঠান মালা শুরু হয়েছে। মাগরিব নামাজের পরে ২রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ ও বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন