ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অফিসের সামনে থেকে তিন যুবককে গ্রেফতার পুলিশ।
রবিবার গ্রেফতার তিন যুবককে সোমবার আদালতে নেওয়া হবে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
রাজধানীর কাকরাইলে ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসে অভিযান শেষে তাকে যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন এই তিন যুবক বাধা দেওয়ার চেষ্টা ও হৈ চৈ করে। সে সময় তাদের আটক করে রমনা থানায় নিয়ে যায় পুলিশ। পরে, তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়।
রবিবার ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন