নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাহবুবুল হক বাবলু (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার ভোর রাতে ফতুল্লার হাজীগঞ্জ বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত বাবলু হাজীগঞ্জ এলাকার মৃত.জালাল উদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই জুয়েল জানান, বাবলু হাজীগঞ্জ বাজারে টিভি ফ্রিজ মেরামতের দোকান দিয়ে কাজ করে এবং বাজারের দোকান গুলোতে জেনারেটরের সংযোগ দিয়ে ব্যবসা করেন। রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে জেনারেটরের ব্যবসার বিরোধে স্থানীয় আলম, রাকিব, খালেকসহ অজ্ঞাত আরো কয়েকজন এলোপাথাড়ি পিটিয়ে বাবলুকে হত্যা করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা বাবলুকে শহরের খানপুর ৩শ' শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব