বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, কিছু অবৈধ মজুদদারের কারণেই দেশে পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বিকল্প পথে পিয়াজ আমদানি করা হলেও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজ সোমবার দুপুরে রংপুর নগরীর সেন্টাল রোডে নিজ বাস ভবনে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত পরিমাণ পিয়াজ মজুদ আছে। যারা অবৈধভাবে পিয়াজ মজুদ করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। মাঠে ১০টি টিম কাজ করছে। ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫ টাকা করে পিয়াজ বিক্রি করছে। রংপুরে টিসিবি পিয়াজ বিক্রির ব্যবস্থা করা হবে। যাতে কোনো মানুষ পিয়াজ নিয়ে অসুবিধায় না পড়ে। সরকার এ ব্যাপারে সর্তক অবস্থানে রয়েছে। সরকারের বেকায়দায় ফেলতে যারা মাঠে নেমেছে,তাদের কোনো রক্ষা নেই। অবশ্যই জনগণের আদালতে ওই ব্যবসায়ীকে দাঁড় করানো হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম