রাজধানীর ওয়ারীতে নার্সারির ছাত্রী সামিয়া আক্তার সায়মা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই দিন ধার্য করেন। কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় মহানগর হাকিম মাইনুল ইসলাম নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ৫ জুলাই সন্ধ্যার পর ওয়ারীর একটি বাড়ির ৮ তলায় শিশু সায়মার লাশ পাওয়া যায়। ওই ঘটনায় সায়মার বাবা আবদুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলা করেন। পুলিশ গত ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। পরদিন হারুন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে সায়মাকে হত্যার দায় স্বীকার করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ