একসময় ছিলেন যুবলীগের পিয়ন। মাসিক বেতন ছিলো ৪ থেকে ৫ হাজার টাকা। মাত্র পাঁচ হাজার থেকে শতকোটি টাকার মালিক। ব্যবধান মাত্র একদশক। কি নেই তার! অসংখ্য ফ্লাট, আস্ত বাড়ি , গাড়ি সব আছে। শুধু ঢাকাতেই বিশের উপর দোকান, গোপালগঞ্জে ফিলিং স্টেশন এমনকি বিলাসবহুল বাগানবাড়ি, সবাই আছে তার। এত সব সম্পদের মালিক, যুবলীগের একসময়ের কম্পিউটার অপারেটর, বর্তমানে দপ্তর সম্পাদক আনিসুর রহমান। তার বাড়ি গোপালগঞ্জের মোকসেদপেুরে ।
বিডি প্রতিদিন/ফারজানা