দেশে-বিদেশে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে ‘শেখ হাসিনা: সিলেক্টেড সেইংস’ ও ‘শেখ হাসিনা: নির্বাচিত উক্তি’ নামের বইয়ের সংকলণের ওপর পর্যালোচনা সভা সোমবার খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ তোফাজ্জল হোসেন মিয়া বই দু’টির সংকলণ সম্পাদনা করেছেন। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি-প্রতিদিন/মাহবুব