বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা বিদুৎ বিচ্ছিন্ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এ কারণে যথাসময়ে অনুষ্ঠিত হয়নি দলটির পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এতে বড় কোনও ক্ষতি না হলেও প্রায় পৌনে এক ঘণ্টা দলের কার্যালয় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ সময় অন্ধকারে কার্যালয়ের মধ্যে এক ধরনের ভূতুড়ে পরিবেশ তৈরি হয়।
এদিকে, নয়াপল্টনে বেলা ১২টার দিকে দলের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সেটা একটার দিকে শুরু হয়। সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বিলম্বের কারণ ব্যাখ্যা করেন।
অগ্নিকাণ্ডে বড় ধরণের ক্ষতি না হওয়ায় তিনি শুকরিয়া জ্ঞাপন করেন। সেই সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিজভী।
তিনি বলেন, এ সময় সাংবাদিকরা ভূমিকা রাখায় দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা এসেছেন।
বিডি প্রতিদিন/কালাম