সমাজে অবহেলিত বেদে সম্প্রদায়ের জন্য সাভারের উত্তরণ পল্লীতে দুর্যোগ সহনীয় ৫০ টি ঘর নির্মাণ কাজের উদ্ধোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকার ধামরাইয়ের বংশী নদীর উপর কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্মিত ৫০টি দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। নতুন করে আবারও ১১ হাজার ৬শ' চারটি ঘর নির্মাণ করা হচ্ছে। দেশের কোন মানুষ নৌকায় থাকবে না। যাদের ঘর নেই সবার ঘর নির্মাণ করে দেবে সরকার।
ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমার একটি স্বপ্ন পূরণ হলো। উত্তরণ পল্লী এখন নৌকায় থাকা বেদে সম্প্রদায়ের ঠিকানা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন এখন সময়ের দাবি।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান, পৌর মেয়র আব্দুল গণি, যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা।
বিডি প্রতিদিন/হিমেল