বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে আবার শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা আহবায়ক আবু তালহা আব্দুল্লাহর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাকিল আদনান, ইফতেখার আলম, ফারহান ইসলাম কৌশিক, জুলহাস ও ইফতি খান সহ বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/মাহবুব