নেত্রকোনায় নারীর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে প্রতিরোধে ও মাদককে না বলুন বিষয়ক এক সচেতনমূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর সহযোগিতায় ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে এই সাইকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা শহীদ মিনার চত্বর থেকে এ ক্যাম্পিং শুরু হয়।
এতে শতাধিক ছেলে মেয়ে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে পৌর শহরের সকল সড়ক প্রদক্ষিণ করে কাটলি নারী প্রগতি অফিসের সামনে এসে শেষ করে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম এবং তিনি সকলকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান সহিংসতা ও বাল্যি প্রতিরোধে এবং মাদক বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারী-পুরুষ সমতা, ক্ষমতায়ন ও নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে হবে। নারী নির্যাতন, বাল্য বিয়ে ও মাদক সমাজের নারী, যুবক ও শিশুদের স্বাভাবিক অগ্রযাত্রায় প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে।
বিডি-প্রতিদিন/শফিক